মোঃ রাসেল মৌলভীবাজার জেলা সংবাদদাতা :
অদ্য ২৯/০৬/১৯ইং, রোজ: শনিবার, বিকাল ০৩.০০ ঘটিকায়, মৌলভীবাজার শহরস্থ দিল্লি রেস্টুরেন্টে রোঃ মোহাম্মদ আলী খান জায়েদের সভাপতিত্বে, প্রোগ্রাম চেয়ারম্যান ক্লাব সেক্রেটারী রোঃ রাশেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ড. সাদিক আহমদ RFSM, RCC রোটারি ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের চার্টার সেক্রেটারি রোটারিয়ান অ্যাডভোকেট সৈয়দ বদরুল হক টিটু,
পাস প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল,
রোটারিয়ান অসিত কুমার দাস পাস প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল,
রোটারিয়ান জায়েদ আহমদ চৌধুরী, পাস প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল,
রোটারিয়ান তাহমিনা আহমদ রুজি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারি ক্লাব অব সিলেট টি সিটি।
উপস্থিত ছিলেন
রোঃ পি.পি ফয়ছল আহমদ ADRR (২০১৯-২০) RID-৩২৮২ বাংলাদেশ,
দি স্টার কেজি এন্ড জুনিয়র হাই স্কুল প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সোহেল,
রোঃ রবিউল ইসলাম সানি, প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগেন্স,
রোঃ বাবলু মিয়া প্রেসিডেন্ট ইলেক্ট রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল,
রোঃ ইমরান আহমদ রনি, পাস প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল।
রোঃ তাসফিয়া মুমু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারেক্ট ক্লাব অব সিলেট টি সিটি।
রোঃ ফজলু হাসান ভাইস প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল।
রোঃ আঃ কুদ্দুস চৌধুরী, সেক্রেটারি ইলেক্ট রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল।
এছাড়াও ক্লাব মেম্বারসহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।