মেহেদী হাসান রাজু, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে দীর্ঘদিনের পুরোনো মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার ২ আসামীকে মাদকসহ আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন রাতে থানার চৌকশ এ.এস.আই সারোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামইরহাট পৌর সদরের দক্ষিন চকযদু গ্রামের বিহারীলাল আগারওয়ালার ছেলে উত্তম কুমার আগারওয়ালা (৪৫)কে ১০ পিচ ইয়াবা ও ইসবপুর ইউনিয়নের পশ্চিম চন্দ্রকোলা গ্রামের শুকুমদ্দিন ওরফে শুকটার ছেলে আসলাম হোসেন (৪২) ১০ পিচ ফেন্সিডিলসহ আটক করে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং তারা একাধিক মাদক মামলার আসামী।