Breaking News
Home / অপরাধ / হবিগঞ্জে ট্রাক-মিনি বাস সংঘর্ষে নিহত ২, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

হবিগঞ্জে ট্রাক-মিনি বাস সংঘর্ষে নিহত ২, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

মোহাম্মদ শাহ্ আলম::হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-মেক্সিও (মিনি বাস) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দূর্ঘটনা ঘটে।

তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত শিশুসহ আহত চারজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি ভাঙারি মালবাহী ট্রাকের সাথে মাধবপুর থেকে হবিগঞ্জগামী মেক্সিও (মিনি বাসের) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেক্সির চালক এবং ট্রাকের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন শিশুসহ চার মেক্সিযাত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং আহতদের উদ্ধার করে।

এদিকে- দূর্ঘটনার পর বিক্ষোব্ধ জনতা মহাসড়ক অবরোধ কওে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

Check Also

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী উদযাপন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *