মো: রাসেল মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাম ধরে ডাকার জের ধরে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের রেবতী টি স্টলের সামনে ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত শিক্ষার্থীর নাম ঈমানী হোসেন অন্তর (১৭)। সে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া সড়কের জরিফ মিয়ার ছেলে।
আহত ঈমানীর ভাই মোশাররফ হোসেন রাজ জানান, তার ভাই এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে চান্স পেয়েছিলো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাই সাগর নামে একটি কিশোরকে রাস্তায় পেয়ে নাম ধরে ডাক দিলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পরে পালিয়ে যায়। ঘটনার পর আহত অন্তর কে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।