হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর লোকড়া থেকে দুই গরু চোরকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে রাতে আসেরা ও ফাইন্ডাল থেকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার লোকড়া ইউনিয়নের আসেরা গ্রামের আকবর মিয়ার পুত্র জামান মিয়া (৩২) ও ফাইন্ডাল গ্রামের আব্দুর ছোবান মিয়ার পুত্র ইব্রাহীম মিয়া, (২৫)
সদর থানার উপ পরিদর্শক আব্দুর রহিম জানান, গত রবিবার ফাইন্ডাল গ্রামের আয়েশা আক্তারে গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় আয়েশার বেগমের ভাশুরের পুত্র ইব্রাহীমসহ ৫/৭ যুবক
এ বিষয়ে আয়েশা বেগম ওই দিনই ইব্রাহিমকসহ কয়েক জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বুধবার ভোর রাতে লোকড়া অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়। পুলিশ আরো জানান, তারা আয়েশা বেগমের একটি গরু চুরি করে ৫/৭ যুবকে খেয়ে পেরে