হারুন অর রশিদ (রিয়াদ)
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে দুদিয়াপাড়ায় সন্ধায় বজ্রপাতের আঘাতে এক ব্যক্তি নিহত হয় ও তিনজন সামান্য আহত হয়।
নিহত ব্যক্তির বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। তিনি সোনাখুলীতে জামাইর বাড়িতে এসেছিলেন। তার জামাইয়ের নাম শাহিনুর রহমান। বৃষ্টির কারণে দুদিয়াপাড়ায় অফিস্যার মাষ্টারের বাড়ির পাশে সাইট নালার উপরে একটি ক্লাব ঘরে আশ্রয় নেয় তারা। ভাগ্যের কি নির্মম পরিহাস বজ্রপাতের আঘাতে তিন জন বেঁচে গেলেও তিনি রেহাই পেলেন না।