ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের তালুকদার চর (রাংগা মিয়ার মাছের গ্যার) এর কাছে বিলের মধ্যেদিয়ে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বাপ্তা ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৩ বছর আগে একটি কাচা রাস্তা নির্মাণ করা হয়, যা পশ্চিমে মোতালেব হাওলাদারের বাসা পর্যন্ত বিদ্যমান।কাচা রাস্তাকে ঘিরে সাধারণ মানুষ নতুন বসতবাড়ি, চাষাবাদ শুরু করেছেন ঠিক তখনই মোরশেদ নামক এক ব্যক্তি রাস্তার মধ্যে নিজের জমি আছে দাবি করে প্রত্যেক থেকে ৫০ হাজার টাকা করে চাদা দাবি করেন।যা ভুক্তভোগীগন দিতে অস্বীকার করায় মোরশেদ তাহার দল বল, লোকজন নিয়ে এসে সেখানে বেড়া দিয়ে কলা গাছ রোপন করে, রাস্তার অস্তিত্ব বিলিন করে দেন।যা দেখে স্থানীয় ভুক্তভোগীরা ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান কে বিষয়টি জানান তারা আশ্বাস দেন যে এই রাস্তার মালিক সরকার, এই রাস্তা ইউনিয়ন পরিষদ করেছে তাই যা করনীয় ইউনিয়ন পরিষদ করবে।বিষয়টি তাদের কে জানানোয় মোরশেদ ক্ষিপ্ত হয়ে তার দলবল,আপ্তিয়সজন, ভাড়াটে লোক সহ এসে ভুক্তভোগীদের হুমকি প্রদান করেন,যে সবাইকে বাড়ি ছাড়া করবেন।স্থানীয় ভুক্তভোগীগন আতংকের মধ্যে আছেন, তাই সাংবাদিক সহ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এর সহায়তা কামনা করেন।
মোঃনকিব
ভোলা সদর উপজেলা