স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে মেছো বাঘকে আটক করেছে স্থানীয়রা এতে কামড়ে দুই ভাই আহত হয়েছেন।
স্থানীয়রা মেছো বাঘটিকে ধাওয়া করে আটক করেন।
বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের শিয়ালটারী এলাকার বাঁশঝাড় থেকে মেছো বাঘটি আটক করা হয়।
আহতরা হলেন- উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের শফিকুল ও মফিজুল। এরা দু’জনই ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার দুপরের দিকে বাঁশঝাড়ে মেছো বাঘটিকে ওই এলাকার শিশু দেখতে পায়। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা সেখানে গিয়ে মেছো বাঘটি। আটকের চেষ্টা করলে ওই এলাকার শফিকুল ও মফিজুলকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে বাঘটিকে আটক করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিনকে খবর দেওয়া হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন সাংবাদিকদের জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রংপুরের চিড়িয়াখানায় খবর দিতে বলা হয়েছে।’