উত্তরা প্রতিনিধি :
সম্প্রতি উত্তরায় চালু হওয়া বিআরটিসি চক্রাকার বাস সার্ভিসের মানোন্নয়নকল্পে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মেয়র বলেন, “উত্তরা এলাকায় বিআরটিসি বাসসহ অন্যান্য যানবাহন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাতটি এভিনিউতে রিকশা-লেগুনা বন্ধ করা হবে। প্রতিটি সেক্টরে কেবলমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট ইউনিফরম পরা রিকশাচালকরা রিকশা চালাতে পারবেন”।
তিনি আরো বলেন, “আগামী এক মাসের মধ্যে নাগরিকগণ ডিএনসিসির সেবা সংক্রান্ত যে কোনো তথ্য, অভিযোগ ইত্যাদি ৩৩৩ নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। ‘নগর’ অ্যাপও অল্প সময়ের মধ্যে চালু করা হবে”। মতবিনিময় সভায় মেয়র আরো জানান, “বনানীতে উর্ধমূখী গাড়ী পার্কিংয়ের কাজ চলতি বছরের মধ্যে শুরু হবে। জায়গা পাওয়া গেলে উত্তরাতেও এধরণের পার্কিং ব্যবস্থা চালু করা হবে”।
নতুন অন্তর্ভূক্ত ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪ হাজার ২ শত কোটি টাকা একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে বলে তিনি জানান। তাছাড়া ইতোমধ্যে এসকল ওয়ার্ডের প্রতিটির জন্য ডিএনসিসির ফান্ড থেকে ২ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে মেয়র মতবিনিময় সভায় জানান।