হবিগঞ্জ প্রতিনিধি :
আগামী শনিবার (২২ জুন) হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৪ হাজার ৫৩৭ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে মাঠে কাজ করবেন প্রায় সাড়ে ৬ হাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবক।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে তার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮৭৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৬৬০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সফল করতে ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৫২০ জন, ২১৫ জন সিএইচপি ও ৩ হাজার ৭৮৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ আশা করছে ভিটামিন ‘এ’ প্ল্যাস ক্যাম্পেইনে এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সুমন বশাক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন দৈনিক ইত্তেফাকে জেলা প্রতিনিধি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল ।