মৌলভীবাজার প্রতিতিনিধি :
জনসাধারণকে জিজ্ঞেস করলে তারা এই বক্তব্য তুলে ধরেন যে, হবিগঞ্জ এক্সপ্রেস নামক পরিবহন গুন্ডাদের জিম্মায় আমরা মৌলভীবাজার বাসি দীর্ঘদিন যাবত অসহায়। এরা প্রতিনিয়ত যাত্রীদের সাথে দূর্ব্যবহার করে আসছে। ভাবটা এমন যেন তাড়া আমাদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌছে দেয়। এরকম খারাপ আচরনের একটাই কারন তা হচ্ছে বিকল্প কোন ব্যবস্থা না থাকা। তাই যথাযত কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রোটে বিআরটিসি বাস চালু করুন এবং মৌলভীবাজার সিলেট বাসি কে উক্ত জিম্মিদশা থেকে মুক্তি দিন।