হবিগঞ্জ প্রতিনিধি
লাখাইয়ে মারা-মারি ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার মস্তু মিয়াসহ ৭ জনকে এক বছরের সাজা প্রদান করেছেন আদালত। সেই সাথে প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেন ।
বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৩ এর বিচারক এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি হারুনুর রশিদ চৌধুরী এডভোকেট মো. ইকবাল ভুইয়া ও খোকন চন্দ্র গোপ।
দন্ড-প্রাপ্ত আসামীরা হলেন- ভাদিকারা গ্রামের মেম্বার মস্তু মিয়া, আলমগীর, সুমন মিয়া, নসিম মিয়া, জুয়েল মিয়া, এনাম মিয়া ও কাজল মিয়া। সম্প্রতি একই গ্রামের আরজান ইসলামের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে আসামীরা।
এ ঘটনায় আরজান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। সাক্ষী প্রমান শেষে বিজ্ঞ বিচারক এ দন্ড-আদেশ প্রদান করেন।