মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলা ১২নং খৈয়াছড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম পোলমোগরা মুকবুল আলী ভূঁইয়া বাড়ির ভোলা মিয়া হাজ্বীর গোয়ালঘর থেকে গত কাল (১৭ জুন) মঙ্গলবার রাতে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরাই দল। গরু গুলার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। গরুর মালিক রাত তিনটার সময় গরু কে খড় দেওয়ার জন্য গোয়ালঘরে গেলে দেখে তার গরু নাই। চেঁচামেচি করে চারপাশের লোকজন কে ডাকদিলে তারা চার পাশে খুঁজা খুজি করে কিন্তু গরু পাওয়া যায়নি। গরু চোররা,পাশির বাড়ির কাইয়ুম ভেন্টার বাড়ির গেইট বাহির থেকে বন্ধ করে দিয়ে চুরি করে। কারন তারা খবর পেলে যাতে না বের হতে পারে। কোরবানি ঈদ কে সামনে রেখে গরু চোরায় দল সক্রিয় হয়ে উঠেছে তাই সকল গরু মালিকদের শতর্ক থাকার আহবান করেছে মীরসরাই থানা পুলিশ।