ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচন আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে উৎসব মুখর ও কড়া নিরপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৪৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাছুদ আলম তালুকদার টিপু পেয়েছেন ৩৩ হাজার ৯৭৯ ভোট। এদিকে নির্বাচনে ২ জন চেয়ারম্যান পদে, ৫ জন নারী ভাইস চেয়ারম্যান ও ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন ভাইসচেয়ারম্যান পদে। তাদের ফলাফল এখনও জানা যায়নি।
উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ২৪ হাজার ৫শ ৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ২শ ৫৬ জন আর মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ২শ ৮৩ জন।