জামালপুর প্রতিনীধি :
জামালপুর মেলান্দহে দুরমুট আউট সিগন্যাল
এরপাশে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে। এতে নিহত হয় মান্দু শেখ (৫০) মেলান্দহ শ্যামপুর গ্রামের মহেজ শেখের ছেলে।জামালপুর রেলওয়ে থানার ওসি তপস কুমার চক্রবতী জানান মেলান্দহ দুরমুট রেল রেষ্টশনের অতি কর্ম করার সময় আটকে পরে সেই সময় জামাল পুর দিক থেকে আসা আন্ত:নগর তিস্তা টেনের ডাক্কাতে ভটভটি ছিটকে ভটভটি টি ছিন্ন বিছিন্ন হয়ে যায়।ভটভটির হেলপার মানদুসে ঘটনার স্থলে মারা যা।ওসি তাপস কুমার চক্রবতী আরও জানান ভটভটি গারির চালক পালিয়ে যায়।