স্টাফ রিপোর্টার :
নওগাঁর ধামুইরহাট এর ইসবপুর ইউনিয়নের চকমহাদেব গ্রাম এর ব্রিজ এলাকার পাট ক্ষেতে দুই যুবককে কে বা কারা মেরে ফেলে চলে যায়। এলাকাবাসী জানান নিহত ওই ২ যুবক জয়পুরহাট সদর উপজেলার,মংগলবারি ইউনিয়ন এর বিল্লাহ একই গ্রামের(১)শহিদুল ইসলাম এর ছেলে মোঃরিমন হোসেন, ও জহুরুল ইসলামের ছেলে মোঃজাকারিয়া হোসেন। বিল্লাহ গ্রামের নিহত রিমন এর আত্নীয় মোঃজহুরুল ইসলাম জানান যে নিহত দুই যুবক গত ১৪.০৬.১৯ রোজ বৃহস্পতিবার দুপুরে অটো চালার উদ্দেশ্যে বের হয়,তারপর তারা নিখোজ হয়। ঘটনা স্থল এ ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিরুল ইসলাম শাহিন পরিদর্শন করেন।