উত্তরা প্রতিনিধি :
ঘটনাটি বিকেল সাড়ে পাঁচ টায় ঘটে।
নিহত মোঃ সাকিব (২৩) পিতাঃ মোঃ রফিক। আহত শিপন (২১) পিতাঃ সুলতান মিয়া। আজ শনিবার (১৫/০৬/১৯ ইং) বিকেল সাড়ে ৫টায় বাসা থেকে বাটুলিয়ায় ঘুড়তে আসলে ৩/৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা মোবাইল নেওয়ার জন্য দস্তাদস্তি করলে নিহত সাকিব এর বাম পাজরে ও পিঠে ছুরিকাঘাত আহত শিপনের পিঠে ছুরিকাঘাত করে। তাদের কাছ থেকে ছিনতাইকারীরা কোন কিছু নিতে পারে নাই। এই কথা গুলি আহত শিপনের বাবা জানায়। দুইজনকে গুরুত্বর আহত অবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় সাকিব কে মৃত ঘোষনা করেন অপরজনকে চিকিৎসা দিচ্ছেন। ঢামেক হাসপাতাল ক্যাম্পেরপুলিশ পরিদর্শক মোঃ বচ্চু মিয়া
জানান সাকিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্যঢামেক মর্গে রয়েছে।আহত শিপন
ঢামেকেচিকিৎসাধিন রয়েছে।
দুইজন উত্তরায় একটি কাপড়ের দোকানে কাজ করতো।