হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে দড়িয়ে থাকা ট্রাকের পেছনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের। এ ঘটনায় ট্রাক চলক গুরুত্বর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার আন্দিউরা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হেলপার মিলন মিয়া (২৮) বগুড়া জেলার হরিপুর গ্রামের মনসুর মিয়ার ছেলে। চালক আব্দুল খালেক একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি আন্দিউরা এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হেলপার নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং চালককে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।