হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে পূর্ব শত্রতার জের ধরে দু পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দুলাই মিয়ার পুত্র পারভেজ মিয়ার সাথে একই গ্রামের মিনাজ উদ্দিনের পুত্র বাবুর মিয়া পূর্ব বিরোধোর জেরে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায়
রোকেয়া খাতুন (৪০), নজরুল ইসলাম (১৭), মানিক চানঁ (৬০), মোসুমি আক্তার (১৭), সাঈফ মিয়া (২০), জামান খা (৫৫), দুলাই মিয়া (৫৬), পারভেজ মিয়া (২৪), আইয়ুব আলী (৩০), মানিক মিয়া (৪৫), আব্দুর রশিদ (৩২), কে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।