ফয়সাল মাহমুদ
পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ শাখা ২জুন সোমবার চন্দ্রগঞ্জ গণ-মিলনায়তনে প্রায় ৪০জন এতিম শিশুকে ঈদের নতুন জামা বিতরণ করেন।
এতে সবুজ বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হোসেন, সবুজ বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, পরিবেশ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্টানে সবুজ বাংলাদেশ কেন্দ্রিয় সাধারণ সম্পাদক চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ পরিবেশ রক্ষার জন্য চন্দ্রগঞ্জ এরিয়ার খাল সমূহ খনন কার্যক্রম পরিচালোনার জন্য অনুরোধ করে। যাতে কৃষকরা সহজে বোর ধান সহ সকল ধান চাষে স্বল্প খরচে চাষাবাদ করতে পারে।চেয়ারম্যান জানান, সরকার তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে ডিসেম্বরে কাজ শুরু হবে।
ঈদে গরিব, এতিমদের জন্য সুন্দর আয়োজন করার জন্য উপস্থিত অতিথিরা অভিনন্দন জানান।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ শাখার সভাপতি মোঃ ইমরান হোসাইন,সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক সজিব হোসাইন, পরিকল্পনা সম্পাদক ইমরান তুসার, মেহেদী হাসান জিসান, মনির পাটওয়ারী প্রমুখ।
বস্ত্র বিতরণ শেষে এতিম শিশুদের নিয়ে ইফতার করেন সংগঠনের সকল সদস্য সহ অতিথিরা।