ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি
বড় বাজারস্ত মির প্লাজায় বহিরাগত সন্রাসী দিয়ে হামলা করায় আপন বোন ও বোন জামাই।
বোন জামাই হাবিবুল্লাহর নেতৃত্বে এক দল সন্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে।
জমি সংক্রান্ত ব্যাপারে এই ঘটনা ঘটে, দীর্ঘ দিন ধরে সম্পত্বি নিয়ে পারিবারিক এই জামেলা।
সন্রাসী হামলার খবর পেয়ে সদর থানার এস আই রফিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মির প্লাজার মালিক পক্ষের পলাশ সংবাদ বাংলাদেশকে বলেন আমার ছয় বোন তারা তাদের পাপ্প আগেই বুঝে নিয়েছে এখন আবার নতুন করে সম্পত্তির ভাগ চায় আমরা বলেছি তোমাদের সম্পত্তি আগেই নিয়েছো এখন আবার কি তাই তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর এই হামলা চালায় আমারা এর সুষ্ঠু বিচার চাই।