রাজধানী ঢাকার জুরাইন বাজারে এখন ঝাটকা ইলিশে সয়লাব । গতকাল সকালে জুরাইন মাছ বাজার ঘুরে দেখা গেছে ছোট ইলিশ নামে এসব জাটকা বিক্রি হচ্ছে । ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে ক্রেতা রা জাটকা কিনছেন দেদারছে । গত ১৬ ই মার্চ থেকে ১৬ ই মে পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । মৎস্য ও প্রাণী মন্ত্রণালয় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে । কিন্তু এই কর্মসূচির মাজে জেলেরা হাজার হাজার মণ জাটকা ধরে ধ্বংস করছে ইলিশের বংশ বিস্তার । যা রক্ষা করা গেলে ইলিশ উৎপাদনের পরিমাণ বাড়তে অনেক গুণ। সরেজমিনে দেখা গেছে রাজধানীর জুরাইন বাজারে বিক্রি হচ্ছে জাটকা নামে এই ছোট ইলিশ। এ ব্যাপারে জানতে চাইলে জুরাইন বাজারের মাছ ব্যবসায়ী সরাফত আলী প্রতিবেদককে বলেন আসলে এগুলো ছোট ইলিশ নামে বিক্রি হচ্ছে। অন্য মাছের চেয়ে একটু বেশি লাভজনক । এছাড়া কম দাম হওয়ায় ছোট ইংলিশের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর চাহিদাও বেশি।

জুরাইন বাজারে ঝাটকা মাছে সয়লাব প্রশাসন নির্বিকার
এসব জাটকা বিক্রি আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হলেও তারা জেনে শুনে এসব মাছ বাজারে বিক্রি করছেন। দামে সস্তা হওয়ায় ক্রেতারা কিনছেন ও ভাল । জুয়েল নামে আর ও একজন মাছ বিক্রেতা জানিয়েছেন নদী থেকে এসব জাটকা জেলারা ধরে এনে তা আরদে বিক্রি করছেন। এরপর পাইকারি বাজার হয়ে খুচরা বাজারে আনা হচ্ছে । জানা গেছে জুরাইন বাজারের এক শ্রেণীর মুনাফালোভী মাছ ব্যবসায়ী বাজারে বিক্রি করছে এসব জাটকা। প্রশাসনের কোন ধরনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে জাটকা বিক্রি অব্যাহত রেখেছে। মাছ ধরার ট্রলার গুলো কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ধরছে। এতে ভবিষ্যতে নদীগুলোতে বড় আকারের ইলিশ এর অভাব দেখা দিবে।