শুক্রবার (২৫ শে জানুয়ারি) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত পিকনিকের লঞ্চ ফেরার পথে মাঝ নদীতে ডুবোচরে আটকে যায় । লঞ্চটির কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে যখন ডুবোচর থেকে লঞ্চটি সরানো যাচ্ছিল না তখন এক পর্যায়ে লঞ্চের পাখা ভেঙ্গে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে লঞ্চে থাকা বারশত যাত্রী নিয়ে প্রায় ১০ ঘন্টা চড়ে আটকে পড়ে থাকে। পরে রাতে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আরেকটি লঞ্চ এর মাধ্যমে যাত্রীদের গন্তব্যে অর্থাৎ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে রাত প্রায় তিনটার দিকে পৌঁছে দেওয়া হয় । এ লঞ্চে প্রতিবেদকের বন্ধুবর মুকুল আলম সহপাঠীদের নিমন্ত্রনে সপরিবারে পিকনিকে অংশ নিয়েছিল। তিনি জানান ফেরার পথে ডুবোচরে লঞ্চটি দীর্ঘ সময় আটকে পড়েছিল। আমরা জোয়ারের অপেক্ষায় ছিলাম । পরে একটি জাহাজ আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
