জুরাইনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার দুপুরে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় পোস্তগোলা পুলিশ ফারির পাশে একশ জন দরিদ্র ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জুরাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূঁইয়া।
জুরাইন প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, শ্যামপুর থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, গেন্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল, যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী, কদমতলী থানা অফিসার ইনচার্জ জামাল হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আদম আলী, যুগ্ন সাধারন সম্পাদক মাসুম, ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতী, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি শরীফ মুহাম্মদ আলমগীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইনুল ইসলাম, জুরাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাসেল কবির, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য হাজী আব্দুর রহিম, উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ মোয়াজ্জেম ও হানিফ সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।