মোঃ আনোয়ার হোসেন:
বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগদান করেছেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু ।
শনিবার (১৯ শে জানুয়ারি) দুপুরে নেতাকর্মীদের মিছিল নিয়ে সরোয়ারদী উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে যোগদান করেন তিনি।
এদিকে বেলা তিনটার দিকে সমাবেশে যোগদান করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
গত ৩০ ডিসেম্বর টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনে রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড ।
তাই সরোয়ারদি উদ্যানে বিজয় সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। বিজয় সমাবেশ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।