আনোয়ার হোসেন:
সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানী ঢাকার শ্যামপুর কদমতলী জুরাইন পোস্তগোলার যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো অবাধে গড়ে উঠেছে বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল । এমন অভিযোগ করেছে সচেতন মহল ।
অন্যদিকে অভিভাবক মহল প্রশ্ন তুলেছে জুরাইনের বেশ কিছু কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার মান নিয়ে।
তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন শিক্ষার মান না থাকলেও জুরাইনের বেশকিছু কিন্ডার গার্ডেন স্কুলের অসাধু পরিচালকগণ রয়েছে । তারা নতুন বছর এলে ছাত্র-ছাত্রী ভর্তির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও জুরাইনের অনেক কিন্ডার গার্ডেন স্কুলের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক মহল । নতুন বছর এলেই কিন্ডারগার্টেন স্কুলের অসাধু পরিচালকগণ কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের আকৃষ্ট করার জন্য নানা অফার জানিয়ে ভর্তি হবার আহ্বান জানান।
সরজমিনে ঘুরে দেখা গেছে জুরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সহ তার আশেপাশের এলাকার প্রধান প্রধান রাস্তাঘাট ও বিভিন্ন আবাসিক এলাকায় ছাত্র ভর্তির ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।
এ ব্যাপারে জুরাইনের হালিমা বেগম নামে এক অভিভাবক এ প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, আমি এতদিন জেনেছি শিশুদের লেখাপড়ার জন্য কিন্ডার গার্ডেন স্কুল একটি আদর্শ পাঠদানের স্থান।
দুঃখের বিষয় হল আমার এতদিনের ধারণাটা ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি জানিয়েছেন, জুরাইনের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জুরাইনের বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল এর চেয়েও ভালো ফলাফল করে।