Breaking News
Home / জাতীয় / জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস.এম রুবেল আকন্দ:


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৫ মে ১১ জৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে।
সোমবার (১৬ মে ২০২২ইং) বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক ও আয়োজন সভা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিটি কর্পোরশনের সচিব রাজিব কুমার সরকার, মো. সফিকুল ইসলাম,
ময়মনসিংহ জেলা পরিষদ সচিব লীরা তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকতারুজ্জামান, ময়মনসিংহ জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। এছাড়াও প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক নজরুল অনুরাগী ব্যক্তিবর্গ এবং শিল্পকলা একাডেমীর কলাকুশলীবৃন্দ।

এস.এম রুবেল আকন্দ,
ত্রিশাল, ময়মনসিংহ।

Check Also

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁওয়ের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *