স্টাফ রিপোর্টার: ঢাকা: বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তেজগাঁও কলেজে সাবেক সফল অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর ছোট ভাই বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ড. এ কে এম আবদুল মোমিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব এম মোকাম্নেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম ঠান্ডু, সভাপতিত্ব করেন – এ্যাড মশিউর রহমান মালেক প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন
এ সময়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি এ্যাড আব্দুল খালেক মিয়া, মোহাম্মদ আব্দুস সালাম,ড.আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, কাজী মফিজুল হক,অধ্যক্ষ হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক রাশিদা হক কণিকা, এম,এ খায়ের মোল্লা বাচ্চু,শহীদুল্লাহ্ ওসমানী সাংগঠনিক সম্পাদক বাসেত সিমন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো সাকিল খান সহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান আলোচকের বক্তব্যে এম মোকাম্নেল হক সাবেক অর্থমন্ত্রীর জীবনের বিভিন্ন কথা তুলে ধরেন। বিশেষ অতিথি বক্তব্যে নুরুল ইসলাম ঠান্ড বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাবেক অর্থমন্ত্রী নিরলস প্রচেষ্টায় দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা উল্লেখ করেন, প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান মালেকের বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী পদ্না সেতু সহ গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দেশের বড় বড় বাজেট সাহসিকতার ও দক্ষতায় বিষয়ে তাঁর যে ভুমিকার বিষয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমিন সাবেক অর্থমন্ত্রী স্মৃতিচারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ভাইকে দেশের উন্নয়নে আবদান রাখার সুয়োগ প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মাগফেরাত কামনা করেন।
স্নরণসভা শেষে মরহুম ভাই আত্মা মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠান সমাপ্তি হয়।
