ফাহাদ আহমেদ মিঠু (সি আর) :
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া বাগিচা এলাকার বাড়ি নম্বর ৩৭.খোকন সাহেবের সপ্তম তলার ফ্ল্যাট ভাড়াটিয়া মামুনের ফ্ল্যাটের তালা ভেঙে জাহাঙ্গীর (৩০) নামে এক যুবকের অঙ্গহানি অবস্থায় ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশের বরাতে জানা যায়, বাগিচা রোডের ৩৭. নম্বর বাড়ি খোকন সাহেবের সপ্তম তলার ভাড়াটিয়া মামুনের বাসায় তার বন্ধু জাহাঙ্গীর নাসরিন আক্তার মুসকান কে স্ত্রী পরিচয়ে বেড়াতে নিয়ে আসেন। তারা ওই ফ্ল্যাটের একটি কক্ষে স্বামী -স্ত্রী পরিচয়ে দিনভর এক সাথে থাকেন। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মুসকান ধারালো অস্ত্র দিয়ে ওই তরুণের পুরুষাঙ্গ কেটে ফেলে। এরই জের ধরে মুসকানকে জবাই করে হত্যা করে ঘাতক জাহাঙ্গীর। পরে বন্ধু মামুন বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরের চিৎকারে এলাকা বাসী এগিয়ে এসে তালা ভেঙে পুলিশে খবর দেয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন এবং নিহত গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পোস্ট মর্টেম এর জন্য নিয়ে যায়। ঘাতক জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বাজুর বাগ গ্রামের রফিক উদ্দিনের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাত্রাবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।