নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গিকার রক্ষা করবো ভোটারাধিকার এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর পোরশায় ২ মার্চ ২০২২ জাতীয় ভোটার দিবস র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠান চলমান অবস্থায় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম এক প্রশ্নে বলেন, ২মার্চ কেন জাতীয় ভোটার দিবস হলো? উত্তরে তিনি বলেন,
২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কম্পিউটার ডেটাবেইসে থাকা বিদ্যমান সব ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এই বিধান রেখে ভোটার তালিকা (সংশোধন) সর্ব কার্য সমাপ্ত করে ২ মার্চ কে চুড়ান্ত ভাবে জাতীয় ভোটার দিবস হিসাবে বেছে নিয়েছে।
পোরশা উপজেলা নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন বলেন, যে কোনো বছরের প্রথম জানুয়ারী মাসের যদি কারো ১৮ বছর পূর্ণ হয়,তাহলে সে ভোটার তালিকার আওতায় আসে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান পোরশা, নওগাঁ। নাজমুল হামিদ রেজা,নির্বাহী কর্মকর্তা পোরশা, নওগাঁ।ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম কাজী, উপজেলা নির্বাচন অফিসার তোফাজুল হক ও আরও অন্যান্য সাধারণ জনগণ।