নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় দিনব্যাপি প্রাণীসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ প্রাণসিম্পদের কর্মকর্তা কর্মচারীগণ ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা মেলার ৪৫টি স্টল ঘুরে দেখেন এবং খামারীদের পরামর্শ প্রদান করেন।#