ঠাকুরগাঁও সদর উপজেলা পান দোকানদার সমিতির (২০২২ – ২০২৪) ত্রি- বার্ষিক নির্বাচনেবিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মোঃ নওশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আকতারুল ইসলাম আকুলসহ ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পুরাতন বাসস্ট্যান্ড সমবায় মার্কেটে পান দোকানদার সমিতির প্রধান কার্যালয়ে সকাল ১০ টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচন কমিশনার মোঃ জমিরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে কার্যকরী ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সভাপতি পদে গোলাপ ফুল মার্কা নিয়ে মোঃ নওশাদ আলী,সহ-সভাপতি হরিণ মার্কা মোঃ সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক পদে চেয়ার মার্কা নিয়ে মোঃ আকতারুল ইসলাম আকুল,সহ – সাধারণ সম্পাদক, মোঃ আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ মোঃ আহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সুজন ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হোসেন আলী ও কার্য্যকারী সদস্য মোঃ আলী হোসেন প্রমুখ।
এ সময় সদর উপজেলা পান দোকানদার সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ নুরে আলম শাহ: ঠাকুরগাঁও প্রতিনিধি::