ফাহাদ আহমেদ মিঠু ( সি আর ) ঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (১৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছথেকে ১০৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামীদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।