রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্ত্রীর বদলে অন্য এক নারী গার্মেন্টস কর্মী কে খুন করেছেন এক ব্যক্তি। গতকাল ভোর সাড়ে ছয়টায় নবদা বাজার চৌরাস্তায় ওই গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। নিহত আয়েশা সিদ্দিকা (২২) ঢাক উদ্যান পার্ক এলাকায় একটি পোশাক কারখানার অপারেটর।মেডিকেল সূত্র জানান, আয়েশা ভোরে বাসা থেকে হেঁটে কাজে যাচ্ছিলেন।আদাবর বালুরমাঠ পৌছলে সেকুল নামে এক ব্যক্তি পথরোধ করে ছুরিকাঘাত করেন।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেন।আয়েশাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা উদ্যানে ভাড়া বাসায় থাকতেন, বাড়ি দিনাজপুরে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, অভিযুক্ত সেকুল (৩০) ট্রাক চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন এক নারীর সঙ্গে তার বিয়ে হয়েছিল।পরে তালাক হয়ে যায়। ঔই নারী পরে অন্য একজনকে বিয়ে করেন। সেকুল তার সাবেক স্ত্রী কে আবারও ফিরে পেতে চান। এ অবস্থায় আবারও বিয়ের কাজ বলে সেকুলের কাছ থেকে অনেক টাকা নেন ঔই নারী। টাকা নিয়েও বিয়ে না করায় সেকুল তার উপর ক্ষিপ্ত ছিলেন। এক পর্যায়ে গতকাল সকালে খুনের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সেকুল। ঔই নারী আর আয়েশা একই রকম বোরকা পরিহিত অবস্থায় পাশাপাশি রিক্সায় যাচ্ছিলেন। আয়েশা কে তার স্ত্রী মনে করে ছুরিকাঘাত করেন সেকুল। এরপর বোরকার মুখ খুলে দেখেন অন্য নারী পরে তিনিই তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।তার আগেই পুলিশ ঘটনাস্থল থেকে সেকুল কে আটক করে এবং ঔই নারীকে হাসপাতালে নিয়ে যায়।
ফাহাদ আহমেদ মিঠু ( সি আর)::