রিপোর্টার আনোয়ার:
গেন্ডারীয়া বাসীর উদ্দ্যগে আগামী ২রা এপ্রিল রোজ সোমবার বাদ আছর গেন্ডারীয়া রেল ষ্টেশন সংলগ্ন ডিআইটি প্লট চত্বরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী (রাঃ) ১২ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সিটি করর্পোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার আলহাজ্ব সাইদুর রহমান শহিদ। বিশেষ অতিথির আসনে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কমিশানার নাসির আহমেদ ভূইয়া, মাহফিলে প্রধান বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী গোলাম মোস্তফা-ঢাকা, উক্ত মাহফিলে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি শাইখ মোখতার রেজা মাসুমী, পীর সসাহেব মাসুমীয়া দরবার শরীফ, সখিপুর, শরিয়াতপুর।