নেত্রকোনা:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে আন্ধা গ্রামের মোঃ হেলাল উদ্দিনের মেয়ে হালিমা বেগম (২০)খুন হয়েছে,মৃত হালিমা বেগমে গত ১৬/০৩/১৮ তারিখে দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাহোতা গ্রামের মোঃ আবুল হাসিমে ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৮)এর সাথে বিয়ে হয়।শুক্রবার সন্ধ্যায় হালিমার সাথে স্বামী বিল্লাল মিয়ার যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়.এক পর্যায়ে বিল্লাল মিয়া উত্তেজিত হয়ে হালিমার গায়ে পেছানো ওড়না দিয়ে হালিমার গলায় পেছিয়ে খুন করে।পরে তা আত্বহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।পরে এলাকাবাসির সহযোগিতায় দূর্গাপুর থানার পুলিশ তার লাশ উদ্ধার করতে সফল হন।পরে হালিমার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়,ময়না তদন্ত শেষে হালিমার লাশ বাবার বাড়িতে দাফন করা হয়।এ খবর লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।