জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হওয়ার পর তাকে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় কারাগারে সমস্ত সুযোগ সুবিধা পাবেন খালেদা জিয়া। আদালতের নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন তিনি।
এদিকে সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতির আখড়া থেকে পরিত্রাণ পাওয়ার সাফল্য হলো এই রায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই রায় দেন।
এছাড়া, এই মামলায় তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।