রাজধানীর পল্টন এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পল্টল কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। আজ বহুল আলোচিত বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এরই প্রেক্ষিতে রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তায় বেষ্টনে আবদ্ধ করা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনেও সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে সোচ্চার থাকতে দেখা গেছে।
