জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়া হবে। এরই সুবাদে আদালতে আনা হয়েছে এ মামলার অপর দুই আসামি দুজনকে।
জিয়া অরফানেজ মামলার রায়ের দিন ঘোষণার মধ্য দিয়ে নয় বছর আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বিচার কাজ শেষ হলো। এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে জনতা টাওয়ার মামলায় ৪ বছর এবং অবৈধ অস্ত্র আইনে করা মামলায় দশ বছর সাজা হয়েছিল। তিনি প্রায় ছয় বছর কারাভোগ করেন।
এ মামলায় খালেদা জিয়ার সাজা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল। তিনি বলেন, নৈতিক স্খলনজনিত কারণে অভিযুক্ত ব্যক্তির তিন বছর সাজা হলে, তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে বিচারের সর্বশেষ ধাপ শেষ না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে ভিন্নমতও রয়েছে।