গৌতম চন্দ্র বর্মন।। ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্ণেট সাংস্কৃতিক সংসদের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে স্বপ্ন জগৎ পিকনিক স্পটিং পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু সভাপতিত্বে ও সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শামীম ফেরদৌস টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ সুলতান বাবু,সংগীত শিল্পী শহিদুল ইসলাম ও সাংবাদিক রুবেল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত,১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে সংগীত ও শিল্প সাহিত্য অঙ্গনকেও সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্নেট সাংস্কৃতিক সংসদ।
