আকরাম খান ইমন, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গত ১৬ ফেব্রুয়ারী ২০২১ তারিখ মধ্যরাতে একদল হামলাকারী কর্তৃক বর্বোরচিত হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অদ্য ১৮ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণের দাবী জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আহবান জানান। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিবস্থা বজায় রাখতে বরিশালবাসীসহ সকলের প্রতি আহবান জানান।