আশিকুর রহমান নয়ন
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শামসুল হকের নৌকা মার্কায় বিপুল ভোটে জয় লাভ করেছে।
সুস্থ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেয়র পদে শামসুল হক দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতিক নিয়ে মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে শামসুল হক মোট ভোট পেয়েছেন, পাঁচ হাজার সাতশত আটাশ।
স্বতন্ত্র প্রার্থী, এম এম জাহাঙ্গীর আলম
মোট ভোট পেয়েছেন, তিন হাজার সাতশত আশি।
বিএনপি মনোনীত প্রার্থী, শাহজালাল কাজল মোট ভোট পেয়েছেন, তিন হাজার ছয়শত পঁচাশি।
সব মেয়র প্রার্থীদের দাবি, সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে।
বেসরকারি ঘোষণার পর মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে
মেয়র শামসুল হক কে বরণ করে নেন।
নবনির্বাচিত মেয়র শামসুল হক
দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন জানান।