টাঙ্গাইলের মির্জাপুরে রেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কোন হতাহত না হলেও যান চালাচল বন্ধ থাকায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী একটি ট্রাক মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয় পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে যায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি ঢাকার সঙ্গে উত্তবরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। পরে সকাল ৭টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা হলে যান চলাচল শুরু হয়। তবে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার কারণে মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।