ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গতকাল ফরিদপুরের ভাংগা উপজেলার পুলিয়া এবং সদর উপজেলার ধুলদি নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। একদিনের ব্যবধানে আজ অাবার দুর্ঘটনায় প্রাণ গেলো ৪জনের।
