ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে সহায় ও দরিদ্র মানুষের মধ্যে মেয়র শেখ ফজলে নূর তাপশের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন এর কার্যালয়ের সামনের এ কম্বল বিতরন করা হয়। এতে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন উদ্বোধন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এড. সানজিদা খানম, ঢাকা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহম্মেদ মান্নাফী, সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, যুগ্ন সাধারন সম্পাদক মো: মিরাজ হোসেন, কদমতলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক হোসেন সহ আওয়ামীলীগ ও এর অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।