আনোয়ার: রাজধানীর জুরাইনের আলমবাগে বাহারী রঙ্গের ঘুড়ি উৎসবের আয়োজন করে জুরাইন আলমবাগ যুব সমাজ সংগঠন।
২৯ জানুয়ারী (শুক্রবার) দিন ব্যাপী এ আয়োজনে প্রায় পঞ্চাশ প্রজাতির ঘুড়ি নিয়ে যুব সমাজ সংগঠনের সদস্যদের পরিবারের মধ্যে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।
শিশু কিশোর বড় ছোটদের ঘুড়ি নিয়ে নিজ নিজ বাড়ির ছাদে ছুটাছুটিতে উৎসব ছড়িয়ে পড়ে পুরো মহল্লায়।
বিভিন্ন পশু পাখির আকারে ঘুড়ি নিয়ে আওয়াজনে উৎসবে মহল্লার আকাশ ধারন করে উঠে বাহারী রঙ্গে। সাকরাইন উপলক্ষে এলাকার সকল বাড়ির লোকজনের মধ্যে আনন্দতে ভড়ে উঠাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্যে।
দিন শেষে সন্ধ্যা নামতেই শুরু হয় আতশ বাজির জলকানী, ফানুস উরানো ও ডিজে কনসার্ট।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক খুরশীদুর রহমান মাসুম, সহ দপ্তর সম্পাদক মেজবাউর রহমান সোহেল ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শরীফ মোঃ আলমগীর, সহ সভাপতি চান মিয়াঁ, সহ দপ্তর এনামুল কবীর, সহ প্রচার মাসুদ পারভেজ রুবেল, সদস্য মেহেবুব হাসান, ৫৪ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান সোহেল ও পোস্তগোলা লৌহ ব্যবসায়ী সমিতির সদস্য শেখ ফজলে রাব্বি সহ আরও অনেকে।