সুজন রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩ দিন বয়সের নবজাতক এক শিশু চুরির ঘটনা ঘটেছে। তার বাবার নাম গোপাল রনি দাস রবি। মাতার নাম কমলি রবি ওরফে শিল্পী দাস। তাদের বর্তমান বাড়ি নগরের রাজপাড়া থানার আইটডি বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করে। নবজাতকের পরিবার মূলত পাবনা জেলার ঈশ্বরদী থানার বাসিন্দা। শুক্রবার (২২শে জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় রামেকের ২৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেড থেকে অপরিচিত এক নারী নবজাতকটিকে চুরি করে নিয়ে যায়।গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক পুলিশ বক্সের ইনচার্জ মাহবুব ইসলাম। তিনি জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজার জন্য মেডিকেলে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের ব্যবস্থা চলছে। এদিকে নবজাতক চুরির ঘটনায় মায়ের আহাজারি থামাতে হিমসিম খেতে হচ্ছে স্বজনদের।ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আফসানা খানম অনু জানান, কয়েকদিন যাবত এক নারী শিশুটির মায়ের কাছে ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শুনি তিনি ওই বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ও রামেক প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।নবজাতকের স্বজনরা জানান, শিল্পীর বাচ্চা হয়েছে তিন দিন আগে। সকাল ঘুম থেকে ওঠার পর নাস্তা করে সকাল সাড়ে ৯টার দিকে সে আবার ঘুমিয়ে পড়েন। এক ঘণ্টা পর উঠে দেখে বাচ্চা নেই।তিনি আরও জানান, তিন দিন ধরে এক অপরিচিত নারী আমাদের পাশেই ছিল। তার বাড়ি নগরীর তালাইমারি বাড়ি বলে জানায়। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল সে। বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে আলাপ জোড়ে। কিন্তু আজ সকালে শিল্পীকে ঘুমাতে দেখে আর আমরা না থাকায় ওই নারী বাচ্চা নিয়ে পালিয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, নবজাতক চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নবজাতক শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা আপাতত রামেকের সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টায় আছি। নগরীর সকল স্থানে বিষয়টি জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হব আমরা।
