উপজেলা ও ইউনিয়নের সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পসহ ৭ হাজার ৪শ’ ২৩ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরমধ্যে উপজেলা ও ইউনিয়নের সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২শ’ ৮৭ কোটি টাকা। বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৭শ’ কোটি টাকা। জাতীয় রাজস্ব ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫শ’ কোটি টাকা এবং র্যাব ফোর্সের সদর দপ্তর নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ৫শ’ কোটি টাকা। এছাড়াও রয়েছে, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প।
