ফুটবলারকে লাথি মারায় নিষিদ্ধ হলেন এক রেফারি। ক্লাবের অভিযোগের ভিত্তিতে টম চ্যাপলন নামের ঐ রেফারিকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে ফ্রান্স ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে, প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে ন্যান্তোসের রক্ষণভাগের ফুটবলার দিয়াগো কালোর্স’কে লাথি মারেন রেফারি টনি চ্যাপরন। শুধু তাই নয়, পরে লাল কার্ডও দেখান সে ফুটবলারকে। ম্যাচের পর রেফারির বিরুদ্ধে অভিযোগ করে ক্লাবটি। তারই ভিত্তিতে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় ৪৫ বছর বয়সী এই রেফারিকে।
এই নিয়ে দু’বার খেলোয়াড়কে লাথি মারেন চ্যাপরন। ২০০৪ সাল থেকে ফ্রান্সে রেফারির দায়িত্ব পালন কার চ্যাপলন এখন পর্যন্ত ৪০০ ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০১৪ সালের ফ্রান্স কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন টম চ্যাপরন।