Breaking News
Home / প্রচ্ছদ / ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন এপি’র আয়োজনে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল১০ টায় সদর উপজেলা বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচী পালন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের”আওতায় বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ রাজা প্রমুখ।

পরে ৯শ৭৪ জন শিশুর মাঝে একটি করে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবিধাভোগী শিশু, শিশুর অভিভাবকবৃন্দ, স্থানীয় গন্যমান্যসহ ওয়ার্ল্ড ভিশনের ব কর্মকর্তাবৃন্দ।

Check Also

হাজী নাছির’কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বোয়ালখালি বাসী

মনির উদ্দিন মুন্নাখাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *